Output(Python) Bangla Tutorial
![](https://cdn-icons-png.flaticon.com/128/338/338107.png)
Output
আচ্ছা আমাকে বলোতো, তুমি যখন গুগলে কোনো কিছু সার্চ করো, তখন তুমি কি চাও যে গুগল তোমাকে সার্চ রেজাল্টটি দেখাবে?
তোমার উত্তর অবশ্যই ‘হ্যাঁ’ হবে।
আবার তুমি একটি ক্যালকুলেটরে যখন দুটি সংখ্যা যোগ করো; তখন তুমি কি চাও? তুমি চাও যে, ক্যালকুলেটর তোমাকে যোগফল দেখাক। মোট কথা, তুমি একটি অ্যাপ, ওয়েবসাইট যা-ই ব্যবহার করো না কেন? তুমি অবশ্যই চাও যে, সেটি তোমার জন্য কিছু করুক। এর মানে, তুমি আউটপুট (Output) চাচ্ছো।
এখন আমরা পাইথন প্রোগ্রামিং শিখছি, তাই আমরা চাইবো যে, পাইথনও আমাদেরকে আউটপুট (Output) দিক। ধরো, আমরা চাই, পাইথন আমদের স্ক্রিনে “Hello! Python” এই লিখাটি Show করুক। তাহলে আমাদের-কে কী করতে হবে?
এই কাজটি করার জন্য আমরা একটি বিশেষ কী-ওয়ার্ড (Key Word) ব্যবহার করবো। Key word টি হলো print()
নিচের কোডটি দেখে নাও
print("Hello! Python")
এই কোডটি যার যার কম্পিউটারে বা স্মার্টফোনে রান করে দেখো। ওহ! দেখো কান্ড আমি তো, তোমাদেরকে এখনো বলিনি যে, কীভাবে পাইথান রান করাবে?
- কম্পিউটার: কম্পিউটারে রান করাতে তোমাকে প্রথমে তোমার কম্পিউটারে পাইথন ডাউনলোড করে, ইন্সটল করতে হবে। https://www.python.org এই ওয়েবসাইট থেকে পাইথন (Python 3) ডাউনলোড করে নাও। এরপর একটি কোড এডিটর লাগবে। অনেক কোড এডিটর আছে, তবে আমার প্রিয় Visual Studio Code, তুমি চাইলে এটি ব্যবহার করতে পারো। এছাড়াও PyCharm, Thonny এসব সফটওয়্যার ব্যবহার করতে পারো।
- স্মার্টফোন: স্মার্টফোনে ঝামেলা আরো কম। শুধু মাত্র PyDroid 3 নামের একটি অ্যাপ ইন্সটল করতে হবে। অ্যাপ-টি গুগল প্লে-স্টোরে পেয়ে যাবে।
আশা করি, কোডটি রান করে, আউটপুট দেখতে পেরেছো।
মনে রাখবো: Output দেখাতে print()
ব্যবহার করবো।