Data type in Python (Bangla)
![](https://cdn-icons-png.flaticon.com/128/16958/16958931.png)
Data Type
তোমাকে প্রোগ্রামিং শিখতে হলে ডেটা টাইপ (Data type) বুঝতেই হবে। কারণ প্রোগ্রামিং এ আমরা বিভিন্ন ডেটা বা তথ্য নিয়ে কাজ করবো। চলো আমরা প্রধান কিছু Data Type জেনে নিই।
1. String
String: আমাদের প্রথম Data Type টা হলো String (স্ট্রিং)। যে ডেটা টাইপ যেকোনো Text কে ধারণ করে, তাই String। পাইথনে String কে লিখা হয় Quotation (উদ্ধৃতি) এর মধ্যে। যেমন, আমার বা তোমার নাম-তো একটা Text, তাই এটি String। তাহলে আমরা “Kochu Programmer”
এই ভাবে লিখবো স্ট্রিং। চলো একটা String কে Output নিই।
print("I love my family")
বা, Single Quotation দিয়ে:
print('I love my family')
2. Number
Number (সংখ্যা) এর সাথে তুমি খুবই পরিচিত। তেমন কিছু তাই আর লিখা হলো না। তবে Number কিন্তু দুই প্রকার।
- Integer: পূর্ণসংখ্যা (Intergers) কে তো তুমি চেনো। যেমন : 1,4,89,564 ইত্যাদি। Integer( পূর্ণসংখ্যা) কে সংক্ষেপে
int
দ্বারা প্রকাশ করা হয়। নিচে একটি int কে আউটপুট নিয়ে দেখানো হলো:
print(98)
- Float: দশমিক ভগ্নাংশ কেউ তুমি চেনো। এই দশমিক ভগ্নাংশ-ই হলো Float। যেমন: 3.4, 5.5, 99.98 ইত্যাদি। নিচে একটি একটি float কে আউটপুট নিয়ে দেখানো হলো :
print(9.8)
3. Boolean
Boolean হলো একটি বিশেষ ধরনের ডেটা টাইপ। যার মন নির্দিষ্ট। Boolean এর মন নয় হবে True
আর না হয় False
এখানেB একটা জিনিষ খেয়াল রাখবে, অবশ্যই এদের প্রথম অক্ষর Capital Letter দিয়ে শুরু হবে। নিচে একটি Boolean কে output নিয়ে দেখানো হলো:
print(True)