আমার দ্বারা কিছুই হবে না। এমন ভাবনা তোমার মাঝে উঁকি দিতেই পারে। তাই বলে কি তুমি ছেড়ে দিবে নিজের স্বপ্ন। মানুষ জাতির সবচেয়ে বড় শত্রু 'শয়তান' তো তাই চায় - "যেনো আমরা হাল ছেড়ে দিই। কোনো কাজে যেন মন না বসাতে পারি।" সে ক্রমাগত চেষ্টা করে আমাদেরকে সঠিক পথ থেকে সরিয়ে দিতে। তুমি-আমি যদি তার প্ররোচনায় কান দিই তাহলে আমরা হেরে যাবো। যতই কানের গোড়ায় ইবলিশ এসে বলুক না কেন? " - অনেক হয়েছে আর না, আর কত করবি তুই, তোর কি জীবন বলে কিছুই নেই। ফেসবুকে দশ মিনিট রিলস দেখলে কি এমন ক্ষতি হবে? অথবা নতুন রিলিজ দেওয়া মুভিটা না দেখলে তো ফ্রেন্ডস সার্কেলে গল্প জমাইতে পারবি না। তবু কাজ করে যাবে ইবলিশের কথাই মোটেও কান দেওয়া যাবে না।
একটা বিষয় খেয়াল করো- বন্ধু! শয়তান কিন্তু তোমাকে কখনো এটা বলে না - নদীর পাড় থেকে ঘুরে আয় (নদীর পারে তথাকথিত প্রেমিকার বাড়ি হলে ভিন্ন কথা), সাইকেলটা নিয়ে একটি নতুন অচেনা রাস্তা থেকে ঘুরে আয়, যা পাড়ার ছেলে-পেলে নিয়ে এক বিকালে ফুটবল খেলে আয়। সে এগুলো কখনো বলবে না। কারণ সে ঘোষণা দিয়ে তোমার সাথে শত্রুতা করা শুরু করেছে, তোমার জন্মের আগে থেকেই, সেই সৃষ্টির শুরু থেকে। তবে মনে রাখবে - তুমি সৃষ্টির সেরা জীব। অন্য দিকে ইবলিশ অভিশপ্ত। তুমি যদি তার সাথে তাল মিলিয়ে চলো - তাহলে কেমন দেখায় তুমিই বলো।
হয়তো ফিজিক্সের একটা সূত্রও তোমার মনে থাকছে, ইতিহাস-কে যন্ত্রণার আরেক নাম মনে হচ্ছে। শয়তান কানের গোড়ায় এসে বলছে - তোকে দিয়ে কিচ্ছু হবে না। অনেক শখ করে প্রোগ্রামিং শেখা শুরু করে ছিলে, একাডেমিকের চাপে তাতে কয়েক বালতি জল পড়ে গেছে। আবার ইবলিশ বলছে, - তুই পারবি না। চেয়ে ছিলে সকাল বেলার পাখি হতে, সূর্যি মামা জাগার আগেই তুমি জাগতে চেয়েছিলে। কিন্তু ইচ্ছাটা বাস্তব হয়ে উঠেনি এখনো। শয়তান বলছে - তোর দ্বারা সম্ভব না। রাতে যখন ভাবলে, তাড়াতাড়ি ঘুমিয়ে যাই, কাল খুব ভোরে উঠবো, তখন শয়তান তোমাকে এসে বলবে, - অমুক কাজ-টা তো করলি না, তমুক বইটা তো আজ ছুয়েও দেখলি না। সকালে উঠবি বলে তো ঘুমাতে যাচ্ছিস, কোন দিন তুই ৯টার আগে উঠেছিস বলত। তার চেয়ে কাজ-টা করে তারপর ঘুমা।
ব্যাস তুমি পটে গেলে। রাত জেগে কাজ করা শুরু করলে। কাজ করার অর্ধেক পথে তোমার মাথা-টা খুব ধরবে ( রাত কাজ করার আদর্শ সময় নয় )। কাজ করা আর সম্ভব হচ্ছে না। এদিকে চোখ থেকে ঘুম ঘুম ভাবটাও চলে গেছে। ঘুমানো আর হলো না। হয় তুমি ইন্সটাগ্রামে রিলস দেখলে, না বিছানায় শুয়ে সিলিং ফ্যান। মানসিকভাবে একটু দূর্বল হলেই, শয়তান হাতে ধরে তোমাকে নিয়ে যাবে নীল অক্টোপাসের জগতে(পর্নোগ্রাফি)।
এভাবে চলতে চলতে একসময় তুমি হাল ছেড়ে দিবে। তোমার কাছে মনে হবে - আমার দ্বারা কিছু হবে না। তবে তুমি মনে রেখো, তুমি পারবে, তোমার দ্বারা সম্ভব।
তুমিই পারবে -
- পড়ুয়া হতে।
- প্রোগ্রামার হতে (বা যেটা তুমি হতে চাও)
- সকাল বেলার পাখি হতে।
- ................................................................................................।
শয়তানে কথা মতো চলা যাবে না, তাকে বিশ্বাস করা যাবে না।
এই শয়তান হতে পারে - তোমার নফস, তোমার আশেপাশে থাকা কোনো মানুষ অথবা জিন। কিংবা ইবলিশ নিজেই।